Monday, June 8, 2020

এইচটিএমএল

 
<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head><body>

<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>
</body>
</html>

এখানে লক্ষ করলে দেখা যে, প্রথমে <html> দিয়ে শুরু হয়েছে এবং শেষে </html> দিয়ে ডকুমেন্ট শেষ করা হয়েছে। এরকম প্রতিটি ট্যাগের শুরু এবং শেষ করতে হবে। এখানে এক একটি ট্যাগের এক এক ধরনের কাজ। যেমনঃ ওয়েবপেজে টাইটেল দিতে <title>Page Title</title> এই ট্যাগটি ব্যবহার করা হয়। <body>………</body> এই ট্যাগটির মাঝে সব রকম ট্যাগ ব্যবহার করা হয়। এই ট্যাগটির নাম বডি ট্যাগ।
যেমনঃ
<title>Page Title</title>
উপরের এটি একটি এইচটিএমএল ট্যাগ। যা দ্বারা আপনার এইচটিএমএল ডকুমেন্ট এর টাইটেল নির্দেশ করে। এটিকে টাইটেল ট্যাগ বলে। এমন অনেক এইচটিএমএল ট্যাগ রয়েছে।
যেমনঃ
<head>
<title>Page Title</title>
</head>
এখানে দুটি ট্যাগ ব্যবহার করা হয়েছে। একটি হেড ট্যাগ অন্যটি টাইটেল ট্যাগ।
<h1>My First Heading</h1>
h1, h2, h3, h4, h5, h6 এমন ছয়টি ট্যাগ আছে। যেগুলো দিয়ে লেখাকে বড় করা হয়ে থাকে। সবচেয়ে বড় h1 ট্যাগ। এবং সবচেয়ে ছোট h6 ট্যাগ।
<p>My first paragraph.</p>
এখানে যে ট্যাগটি ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় পি ট্যাগ। এর কাজ হল আপনার লেখাকে প্যারা করে সাজানো।
এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে, প্রতিটি ট্যাগের শুরু এবং শেষ করতে হবে। এছাড়াও অন্য একটি ট্যাগ আছে যাকে ওপেন ট্যাগ বলে।
যেমনঃ <link />, <img />, <hr /> ইত্যাদি। এগুলোকে ওপেন ট্যাগ বলে।

No comments:

Post a Comment

Portable IDM UltraEdit 2020 Free Download

Portable IDM UltraEdit 2020 Free Download Download Portable IDM UltraEdit 2020 v27.0 free latest version offline setup for Windows 32-b...